তাপস সরকার, তালা ব্যুরো : তালায় ৫৫ জন নারী নেত্রীকে ‘যৌন প্রজনন স্বাস্থ্য এবং অধিকার, বাল্যবিবাহ ও জোরপূর্বক বিবাহ প্রতিরোধ এবং প্রশমন’ বিষয়ক দুইদিনের প্রশিক্ষণ বুধবার (১৭ জানুয়ারি) জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠে সম্পন্ন হয়।
উত্তরণ, ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রজেক্টের বাস্তবায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় এবং গেøাবাল অ্যাফিয়াস্ কানাডার অর্থায়নে উক্ত প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি। এ সময় উত্তরণের প্রকল্প কর্মকর্তা যোয়াকিম মন্ডল, ওয়ার্ল্ড ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রজেক্টের প্রতিনিধি আবেদা সুলতানা এবং তাহমিনা আক্তার উপস্থিত ছিলেন।