অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার পারুলিয়ায় বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী বক্সের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার পারুলিয়া খাসপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী বক্স ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মঙ্গলবার ১৬ জানুয়ারী নিজ বাসভবনে বার্ধক্যজনিত অসুস্থ অবস্থায় দুপুর ১ টা ১০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ২ মেয়েসহ অসংখ্যা আত্মীয়স্বজন রেখে গেছেন।
বুধবার ১৭ জানুয়ারী মরহুমের রাষ্ট্র্রীয় মর্যাদায় দাফন করা হয়। পুলিশের একটি চৌকস দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আলহাজ্ব মুজিবর রহমান, কালীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) আজাহার আলী, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি প্রমুখ উপস্থিত ছিলেন। পরে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।