হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ জোনে ৫২ তম শীতকালিন আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এতে চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় রানার্সআপ হয়। খেলা উদ্বোধন করেন-রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম ইউনুস আলম। এসময় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার, মোঃ রবিউল ইসলাম, সহকারি শিক্ষক কামরুজ্জামান, ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আলী সহ সকল শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।