শেখ মনিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরা- খুলনা মহাসড়কের কুমিরা বাসস্ট্যান্ডে দুটি ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়ে একটি ট্রাক হার্ডওয়ারের দোকানের মধ্যে ঢুকে পড়ে। ১৮ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা ৩:৩০ মিনিটে পাটকেলঘাটা কপোতাক্ষ ব্রিজের পূর্ব দিকে রাস্তার দুই পাশের উঁচু রেলিং পার হয়ে একটি ট্রাক খোকন মিস্ত্রির হার্ডওয়ারের দোকানের ভিতর ঢুকে যায়।
দোকানের ভিতর ট্রাক ঢোকার ফলে লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়। সাতক্ষীরা গামী ওই ট্রাকের নম্বর যশোর ট ১১৬০৫৬। খুলনাগামী পাথর বোঝায় যে ট্র্যাকটি উল্টোদিকে রেলিং পার হয়ে দুমড়ে মুছড়ে যায় যার নম্বর যশোর ট ১১২৭৯০। এই সড়ক দুর্ঘটনায় কারো কোনো হতাহাতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী সাধন কুমার দে বলেন, আমার সামনে ঘটনাটি ঘটে গেল। দেখছি খুলনার দিক থেকে একটি ট্রাক সাতক্ষীরার দিকে যাচ্ছে অন্য একটি ট্রাক সাতক্ষীরা থেকে খুলনার দিকে যাচ্ছে, মুখোমুখি সংঘর্ষ হয়ে গেল। রাস্তা সরু হওয়ায় এবং একটি টার্নিং পয়েন্ট হওয়ায় প্রতিনিয়ত এখানে এ ধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে। সাতক্ষীরার সড়ক বিভাগের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাহাতে এখানকার রাস্তাটি বড় করে দুর্ঘটনা এড়ানো যায় সেদিকে খেয়াল রাখতে।