রমজাননগর প্রতিনিধি : ১৮ ই জানুয়ারী (বৃহস্পতিবার) দুপুর ২ টায় শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী-রমজাননগর সিসিসির রিসোর্স সেন্টারে ফেইথ ইন এ্যাকশন দ্বারা পরিচালিত ছায়া জন সংগঠন ও ভেটখালী-রমজাননগর সিসিসির উদ্দ্যোগে প্রতিবন্ধী, প্রবীন ও হত দরিদ্র মানুষের মঝে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডাক্তার শ্যামল গায়েন। এ সময় উপস্থিত ছিলেন ভেটখালী-রমজাননগর সিসিসির সভাপতি হাফিজুর রহমান, ছায়া জন সংগঠনের সভানেত্রী সুষমা রানী মন্ডল, সহ-সভাপতি রবিউল ইসলাম, সালাম গাজী, মোঃ সামাদ গাজী, ক্ষিতিস চন্দ্র বৈদ্য, পক্কজ মিস্ত্রী, সোবহান গাজীসহ অন্যান্য সদস্যবৃন্দ।