শনিবার , ২০ জানুয়ারি ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সাতক্ষীরায় শীতের তীর্বতা বেড়ে যাওয়ায় লেপ-তোষক কারিগরদের ব্যস্ততা বেড়েছে

প্রতিবেদক
satkhirar sakal
জানুয়ারি ২০, ২০২৪ ১১:০৩ অপরাহ্ণ

অহিদুজ্জামান খান : সাতক্ষীরা জেলার সর্বত্রই শীতের তীর্বতা বেড়ে যাওয়ায় লেপ-তোষক কারিগররা বিরামহীন কাজ করছেন। শীত নিবারণে অনেকেই লেপ-তোষক তৈরীর অর্ডার দিয়েছেন। আর এসব তৈরী করতে কারিগররা কর্মব্যাস্ত হয়ে উঠেছে। শীতের সময় প্রতিটি দোকানে লেপ-তোষক তৈরীর চাহিদা বেড়ে যায়।

তৈরী লেপ-তোষকের পাশাপাশি অগ্রীম অর্ডার দেওয়া লেপ-তোষক তৈরীতে কারিগররা ব্যস্ত সময় পার করছে। সিঙ্গেল ১টি লেপ ৮শ’ থেকে ১০০০হাজার টাকা, ডবল লেপ সাড়ে ১০০০ থেকে ১২০০শ’ টাকা, সিঙ্গেল তোষক সাড়ে ৫শ’ থেকে ৬শ’ টাকা ও ডবল তোষক ১হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

সাতক্ষীরা বড় বাজার, পুরাতন কোর্টের সামনে, ধুলিহর বাজার, নাজিমগঞ্জ বাজার সহ বিভিন্ন যায়গায় লেপ-তোষকের দোকান রয়েছে। এসকল দোকানে অর্ডারী লেপ-তোষকের পাশাপাশি তৈরী লেপ-তোষক সারি সারি সাজিয়ে রেখেছে। সাতক্ষীরা বড় বাজার বেডিংয়ের মালিক খোকন জানান, শীতের শুরুতে ভালই অর্ডার পাওয়া যাচ্ছে। শীতের তীব্রতা বাড়লে কর্মব্যস্ততা আরো বাড়বে। শীত নিবারণে উপকরণ লেপ-তোষক বানাতে ব্যস্ত হয়ে পড়েছে ব্যবসায়ীরা।

তিনি আরো জানান, বিদেশ থেকে আমদানী করা কম্বল লেপ-তোষকের বাজার দখল করে রেখেছে। এতে দেশীয় তৈরী লেপ-তোষকের বাজার মার খাচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, বাজারে ৪০০শ’ থেকে ৫০০শ’ টাকায় চায়না কম্বল বিক্রি হচ্ছে। এর ফলে অনেকেই লেপ তৈরী না করে কম্বল ক্রয় করছে। মিম বেডিং এ লেপ ক্রয় করতে আসা কামরুজ্জামান জানান, লেপ-তোষকের মূল্য অনেকটাই বেশি বলে মনে হয়।

লেপ-তোষকের কারিগর আরশাদ আলী জানান, প্রতিদিন একজনের পক্ষে ৫টি লেপ তৈরী করা সম্ভব, আর সাথে হেলপার থাকলে ৭/৮টি লেপ-তোষক তৈরী করা যায়। বাজারে এখন গার্মেন্টস এর তুলায় লেপ-তোষক তৈরী হচ্ছে বেশি। শিমুল তুলার দাম বেশি হওয়ায় গার্মেন্টস এর তুলায় শীতের উপকরণ তৈরী হচ্ছে। গার্মেন্টস এর তুলায় একটি বালিশ তৈরী করতে ২০০শ’ টাকা খরচ হয়। আর শিমুল তুলায় একটি বালিশ তৈরী করতে ৬০০শ’ টাকা খরচ হয়।

আর এ জন্য ক্রেতারা গার্মেন্টস এর তুলায় শীতের উপকরণ তৈরী করছে। তবে শীত এখনো ঠিকমত জেকে বসেনি এই জন্য ভীড় একটু কম আছে তবে শীতের তীব্রতা বাড়লে লেপ-তোষক তৈরীর চাহিদা আরো বেড়ে যাবে। শীতের শুরুতে লেপ-তোষক, যাজিমের বিক্রি বেশি হওয়ায় ব্যবসায়ীরা দোকান গুলোতে সারি সারি লেপ-তোষক সাজিয়ে রেখেছেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

ডিবি গার্লস হাইস্কুলে শ্রদ্ধার ফুলে ভরে যায় স্মৃতির মিনার

পাটকেলঘাটায় তুবা পাইপ এ্যাণ্ড ফিটিংসের পরিবেশকদের প্রীতি সম্মেলন

ভালুকা চাঁদপুরে বিট পুলিশিং সমাবেশ

পাইকগাছায় ওয়াশ বিষয়ে উপজেলা পর্যায়ে গণশুনানি

বালিথায় বিএনপি’র অফিস উদ্বোধন

ট্যালেন্ট পুলে বৃত্তি: যশোর বোর্ডের প্রথম সাতক্ষীরার তাহসিন

দেবহাটায় মাদক বিরোধী সাইকেল র‌্যালী উদ্বোধন করেন পুলিশ সুপার মনিরুল ইসলাম

শহর জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

তালায় কলেজ ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন

রসুলপুর মেহেদীবাগে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন