বিশেষ প্রতিনিধি : অনেক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) বেলা ১১ টায় বাসস্ট্যান্ড সংলগ্নে শহীদ সামাদ স্মৃতি ফুটবল মাঠ চত্বরে কালিগঞ্জ সড়ক পরিবহনের সভাপতি মনিরুল ইসলাম মনি’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুশুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান (সুমন), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল হাসান, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, জেলা শ্রমিক নেতা শেখ জাহাঙ্গীর হোসেন শাহীন, কালিগঞ্জ সড়ক পরিবহন এর সাধারণ সম্পাদক আফছার উদ্দিন।
শ্রমিক ইউনিয়নের সেক্রেটারী আবু তাহের এর পরিচালনায় দীর্ঘ প্রতিক্ষিত সাধারণ সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, সাংবাদিক শিমুল হোসেন, আলমগীর হোসেন, শেখ আল নুর আহমেদ ঈমনসহ বাস মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সভায় ইউনিয়নের নির্বাচন পরিচালনায় তিন সদস্যের নির্বাচন কমিশন ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এনামুল হোসেন ছোট। নির্বাচন কমিশনার এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, নির্বাচন সহকারী মাষ্টার শফিকুল ইসলাম ও মহিদ।