শামীম রেজা : সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ এস আই হাসান রহমান ও এএসআই শিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ২০ জানুয়ারি শনিবার ফাঁড়ীর আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্ত:জেলা চোর চক্রের ৫চোরকে আটক করে সদর থানায় সোপর্দ করেছে।
জানা গেছে, স¤প্রতি এলাকায় চোর চক্রের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় এবং যত্রতত্র অহরহ চুরি হওয়ায় ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর ইনচার্জ এস আই হাসান রহমানের নেতৃত্বে এএসআই শিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ধুলিহর সানাপাড়া গ্রামের মৃত ইমান আলীর পুত্র রহমত আলী (৩৫), বাগানবাড়ি চালতে তলার আনোয়ার হোসেনের পুত্র সাহেব আলী(৩২), বড়খামার গ্রামের সবুর সানার পুত্র সেলিম (৪০), মুন্তাজ আলীর এবাদুল(৩৬) ও সাহেব আলীর পুত্র শাহালম(৩৪)।
এরা সবাই আন্ত:জেলা চোর চক্রের চিহ্নিত পেশাদার সদস্য এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় চুরির অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।