লিংকন আসলাম, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের নাকতাড়ায় অতিরিক্ত ডিআইজি মোঃ আবু বকর সিদ্দীক কে সংবর্ধনা প্রদান ও ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নাকতাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত নাকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।আশাশুনি কৃতি সন্তান মো: আবু বকর সিদ্দীক অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন।
পদোন্নতি পাওয়ায় অতিঃ ডিআইজিকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান ও ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা সাকিলের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান ও ভলিবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও খেলার শুভ উদ্বোধন করেন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া মোঃ আবু বকর সিদ্দীক। এসময় সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।