রবিবার , ২১ জানুয়ারি ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

তালায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

প্রতিবেদক
satkhirar sakal
জানুয়ারি ২১, ২০২৪ ১১:১৯ অপরাহ্ণ

সেলিম হায়দার : সাতক্ষীরার তালায় ৫২তম জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। রবিবার (২১ জানুয়ারি) বিকালে উপজেলার মহান্দী প্রগতি হাইস্কুল মাঠে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আরাফাত হোসেন। মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ সজীবুদ্দৌলা, ক্রীড়া কমিটির সহ-সম্পাদক মিজানুর রহমান, প্রধান শিক্ষক মোবারক হোসেন, বাবলুর রহমান, নিহার রঞ্জন প্রমুখ।

এদিকে ছেলেদের ক্রিকেটে তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কবি নজরুল বিদ্যাপীঠ এবং নারীদের ক্রিকেটে সেনেরগাঁতী মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় গাছা মাধ্যমিক বিদ্যালয়। এছাড়া ভলিবলে কবি নজরুল বিদ্যাপীঠকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এইচএমএস মাধ্যমিক বিদ্যালয় এবং ব্যাডমিন্টনে জয়ী হয় তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত