শহর প্রতিনিধি : সাতক্ষীরা সদরে ৫২ তম শীতকালীন স্কুল মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ শে জানুয়ারি) বিকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজনে এ শীতকালীন স্কুল মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
খেলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভ‚ইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. শাহাজাহান কবীর, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু। এসময় উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, শারীরিক শিক্ষক আব্দুর রউফ, আবু সাঈদ, সাহিদ হাসান, এস এম নাজমুস সাহাদাতসহ উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ এবং ছাত্রছাত্রীবৃন্দ । সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শারীরিক শিক্ষক এম ঈদুজ্জামান ঈদ্রীস।