মনিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানা পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজা সহ এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।
২২ জানুয়ারি (রবিবার) সকালে বাইগুনি গ্রাম থেকে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ’র নেতৃত্বে পাটকেলঘাটা থানা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা, নিয়মিত মামলার আসামী গ্রেফতার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা কালে এসআই কৃষ্ণ পদ সমাদ্দার, এএস আই মোঃ হান্নান মিয়া, এস,এম তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় ২০০ গ্রাম গাঁজা সহ আসামী মো: মমিনুর রহমান ওরফে মনা(৬৩), পিতা-মৃত সরফরাজ মোড়ল, গ্রাম- বাইগুনি, থানা-পাটকেলঘাটা, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করা হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।