এএফএম মাসুদ হাসান, শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর বুড়িগোয়ালিনি ইউনিয়নের বনবিবিতলা গ্রামের ১০৩ নং সেন্ট্রাল আবাদচন্ডীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সিসিডিবি জলবায়ু কর্মসূচীর মাধ্যমে স্কুলের ছাত্র-ছাত্রী সহ শিক্ষকদের নিয়ে (২২ জানুয়ারী) রবিবার বেলা ১২ টায় জলবায়ু পরিবর্তন এর প্রভাব ও তার মোকাবেলায় কি করনীয় এসব বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সহ ভিডিও প্রদর্শনী করা হয়।
ছাত্র-ছাত্রীরা স্বতস্ফুর্ত ভাবে ও আগ্রহ ভরে অংশগ্রহন জলবায়ুর উপর সচেতনতা মূলক প্রেজেন্টশন ও ভিডিও প্রদর্শনীর উপর ভিত্তি করে কুইজ প্রতিযোগীতা অনুষ্টিত হয়। কুইজ অংশগ্রহণকারীদের জলবায়ু পরিবর্তনের বিষয়ে কাজ করার জন্য উদ্বুদ্ধকরনের লক্ষ্যে পুরস্কার ব্যবস্থা করা হয়। তাছাড়া কর্মসূচীতে স্কুলে একটা অক্সিজেন ব্যাংক ও জলবায়ু ক্লাব করার জন্য স্কুলের প্রধান শিক্ষক সহ ছাত্র ছাত্রীরা সহমত প্রদান করেন।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: সাইফুদ্দীন লস্কর, প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সিসিআরসি এর সভাপতি ও ২ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মো: মাহাতাব সরদার , সিসিডিবির পিসিআরসিবি প্রকল্পে ফেইজ-২ এর উপজেলা সমন্বয়কারী মি: সুজন বিশ্বাস, স্টেপ বিল্ড ইন প্রকল্পের সুপারভাইজার মো: হাসেম আলী ও ফিল্ড অর্গানাইজার স্বরস্বতি বিশ্বাস, এ্যাকাউন্ট্যান্ট ন্যান্সি বিশ্বাস, কংকন বৈরাগী, দীল আফরোজা , অখিল মন্ডল ও সঞ্চালনায় ছিলেন মি: জগদীশ সরদার ।