তাসকিন আহেমদ শাওন, কুলিয়া : দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ও কুলিয়া ০১নং ওয়ার্ডের ইউপি সদস্য শামসুজ্জামান ময়না ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
শামসুজ্জামান ময়না কুলিয়া ইউনিয়নের বহেরা গ্রামের মৃত কওছার সরদারের পুত্র। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি ১৮দিন যাবৎ বেশি অসুস্থ হওয়ার পরে মঙ্গলবার ২৩জানুয়ারি দুপুর ২টা ৫০ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
তিনি গত করোনা কালীন সময়ে করোনা আক্রান্ত হয়ে লিভার ও ফুসফুস জনিত সমস্যায় থেকেও ইউপি সদস্যের দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী ও ২ছেলে সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার রাত ৮.১৫মিনিটে এবং রাত ১০টায় দুইবার মরহুমের নামাযে জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মতো অত্যন্ত ভাল মনের একজন মানুষকে হারিয়ে মরহুমের পরিবারসহ এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।