কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে মোটরসাইকেল চুরি করার সময় মোঃ মনিরুজ্জামান (৩৫) নামের এক মোটরসাইকেল চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। মোটরসাইকেল চোর মনিরুজ্জামান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জের ছোট ভেটখালী গ্রামের আজিজ গাজীর পুত্র।
২৩ জানুয়ারী (মঙ্গলবার) রাত সাড়ে ৭টার দিকে তাকে কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা -কাশিবাটি এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঘটনার বিবরণে গ্রাম পুলিশ এমাদুল ইসলাম জানান, কাজলা গ্রামের মৎস্য চাষী সালাউদ্দীন তার হিরো হোন্ডা স্পেলেন্ডার মোটরসাইকেলটি রেখে প্রসাব করতে গেলে সুযোগ বুঝে চোর মনিরুজ্জামান মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় সালাউদ্দীন বুঝতে পেরে দৌঁড়ে আসেন এবং জাপটে ধরেন চোরকে। চোরের সাথে থাকা আরো দুইজন চোরের সহযোগী মোটরসাইকেল মালিক সালাউদ্দীনকে মারধর করতে শুরু করেন। চিৎকার শুনে স্থানীয় জনগতা চোরকে তাকে আটক করে।
তাকে জিঙ্গাসাবাদ করলে তার সাথে শ্যামনগর উপজেলার বংশিপুর গ্রামের রাশিদুল ও মোহাম্মাদ আলী নামের দুই চোর ছিলো বলে জানায়। তবে মনিরুজ্জামান আটক হওয়ার সাথে সাথে তারা পালিয়ে যায়। পরবর্তীতে কালিগঞ্জ থানায় খবর দিলে এস.আই খলিল এসে চোর মনিরুজ্জামানকে আটক করে নিয়ে যায়।