নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরাসদরেরবাঁশদহা ও কুশখালির সংযোগ সড়কের ট্যাংরাখালী কালভার্ট দিয়ে প্রতিদিন শতশত যানবাহন চলাচল করছে মারাত্মক ঝুঁকিনিয়ে। যে কোনো সময় কালভার্ট সম্মুখ সড়কটি ভেঙে খালের ভেতওে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
খবর পেয়েই গুরুত্বপূর্ণ কাজ ফেলে পরিদর্শনে ছুটে গেলেন নবনির্বাচিত সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু। বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে বাঁশদহা ইউনিয়নের বিভিন্ন সড়ক ও ঝুঁকিপূর্ণ ট্যাংরাখালী কালভার্র্ট এলাকা পরিদর্শন করেন এমপি আশু। এসময় তিনি সড়ক ও জনপদ বিভাগ এবং সংশ্লিষ্ট দপ্তরকে দ্রæত সময়ের মধ্যে ব্যবস্থা নিতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
স্থানীয়রা ইউপি সদস্য আহসান বলেন, বিশ^াসই করতে পারছিনা যে এমপি সাহেব শোনা মাত্রই আমাদের এখানে ছুটে চলে আসবে, আমরা এরকমই একজন মানুষকে চেয়ে ছিলাম এমপি হিসবে। কার্যক্রমের এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে এমপি আশু হয়ে ওঠবেন উন্নয়নের রূপকার।