লিংকন আসলাম, আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিনা প্রতিদ্ব›িদ্বতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুর ২ টায় আশাশুনি উপজেলা তথ্য ও প্রযুক্তি অধিদপ্তর কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে আর কোন প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায় উপস্থিত নির্বাচিত অভিভাবক সদস্য ধীরাজ কুমার মন্ডল, জাহিদুল ইসলাম, শাহিনুর গাজী, উদয় কুমার মন্ডল, সাধারণ শিক্ষক প্রতিনিধি সনাতন বৈরাগী, অনল কুমার মুখার্জি, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি লতা রানী সম্মতিতে সর্বসম্মতিক্রমে বড়দল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানাকে বিনা প্রতিদ্ব›িদ্বতায় স্কুলের সভাপতি নির্বাচিত করা হয়।
নির্বাচন পরিচালনা করেন উপজেলা সহকারী প্রোগ্রামার ও প্রিজাইডিং অফিসার আক্তার ফারুক বিল্লাল। বিনা প্রতিদ্ব›িদ্বতায় সভাপতি নির্বাচিত হওয়ায় বড়দল ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা উপস্থিত প্রধান শিক্ষক সহ শিক্ষক প্রতিনিধি এবং অভিভাবক সদস্য বৃন্দকে অভিনন্দন জানান। এ সময় তিনি স্কুলের সার্বিক উন্নয়নে সকলকে সাথে নিয়ে লেখাপড়া সহ স্কুলের সকল সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।