শ্যামনগর ব্যুরো : শ্যামনগর মুন্সিগঞ্জ প্রকল্প অফিসের প্রশিক্ষণ কক্ষে সিসিডিবি সংস্থার পিসিআরসিবি প্রকল্প ফেইজ -২ এর আয়োজনে (২৫ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল ১০ টায় সিসিডিবি ১ দিন ব্যাপি জৈব বালাই নাশক তৈরি ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের শুরুতে সিসিডিবি পিসিআরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মিঃ সুজন বিশ্বাসের স্বাগত বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণের শুভ সুচনা করা হয়। উপস্থিত ছিলেন সুন্দরবনব প্রেস ক্লাবের সভাপতি মোঃ বিলাল হোসেন।এছাড়া প্রশিক্ষণ পরিচালনা করেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন। প্রশিক্ষনে অংশ গ্রহন কারী ছিলেন বনবিবিতলা গ্রামের ১৫ জন কৃষক কৃষানী।
উপসহকারী কৃষি কর্মকর্তা তিনি জৈব বালাই নাশক ফসলের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তিনি অংশগ্রহণকারীদের জানান। তিনি হাতে কলমে প্রাকটিকাল জৈব বালাই নাশক তৈরি করে দেখান ও মাত্রা অনুসারে ব্যবহার সম্পর্কে সচেতন করেন।প্রশিক্ষণ শেষে উপকরণ সামগ্রী হিসাবে প্রতি জনের ১ টি হামান, ১ টি বালতি, ৩ টি ফ্রেমন ফাঁদ, বোয়েম, ১টি, ক্রোপ ক্যালেন্ডার, ১৫ জন কৃষক,কৃষানির মাঝে বিতরন করা হয়। প্রশিক্ষণ টি সঞ্চালনায় ছিলেন মিঃ জগদীশ সরদার।