শেখ মোশফেক আহমেদ : কাক ডাকা ভোরে যখন সমস্ত শহরবাসী ঘুমিয়ে তখন সাতক্ষীরা পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা প্রানসায়ের খাল পরিস্কারে ব্যস্ত। মাননীয় মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসানের দিকনির্দেশনায় ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাজিম উদ্দীন (সিইও) এর নির্দেশে কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে দৃষ্টিনন্দন খাল উপহার দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
আপনাদের সকলের প্রচেষ্টায় সাতক্ষীরাবাসীর জন্য এক অনন্য উপহার এই প্রানসায়ের খাল। এই খাল পরিস্কার পরিচ্ছন্ন রাখা আপনার আমার একান্ত কর্তব্য। আসুন আমরা সকলে এই খালকে সুন্দর রাখি। খালে ময়লা ফেলা বন্ধ করি। যারা ময়লা আবর্জনা ফেলে তাদের প্রতিহত করি। সকলের ঐকান্তিক চেষ্টা ও সদিচ্ছা ছাড়া এই কার্যক্রম বাস্তাবয়ন করা সম্ভব নয়। আসুন সকলে মিলে একটি সুন্দর পৌরসভা গঠনে অংশিদার হই। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলুন।