মণিরামপর প্রতিনিধি : মণিরামপুরে পিএফজি’র (পিস ফ্যাসিলেটটর গ্রæপ) ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় পেভ প্রকল্পের পিএফজি সদস্যদের উপস্থিতিতে বুধবার (২৪ জানুয়ারি ২০২৪) বিকেলে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে (নিপোর্ট) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পিএফজি’র পিস এ্যাম্বাসেডর প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান।
পিএফজি’র মণিরামপুর উপজেলা কমিটির সমন্বয়কারী ও সুজন- সুশাসনের জন্য নাগরিক মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন ও দি হাঙ্গার প্রজেক্টের সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর খোরশেদ আলমের যৌথ সঞ্চালনায় আয়োজিত এ সভায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুজনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সভায় গুরুত্বপূর্ণ মতামত পেশ করে বক্তব্য রাখেন পিস এ্যাম্বাসেডর ও জাসাস নেতা আসাদুজ্জামান রয়েল, পিস এ্যাম্বাসেডর ও পৌর কাউন্সিলর গীতা রানী কুন্ডু, মণিরামপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম.এ হালিম, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এ্যাড. মুজিবর রহমান, তরুন আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার কাজী মাহমুদ পারভেজ শুভ, অধ্যাপক এম.আলাউদ্দীন, প্রভাষক হাসিনা আকতার কাকলী, প্রভাষক সঞ্জয় কুমার দে, শিক্ষক ও সাংবাদিক অশোক কুমার বিশ্বাস,উপজেলা জাতীয় পার্টির সাংগাঠনিক সম্পাদক বজলুর রহমান, যুবদল নেতা আব্বাস আলী, প্রধান শিক্ষক নিহার রঞ্জন রায়, প্রভাষক রবিউল ইসলাম, আশ্রয়ন সেবা সংস্থার নির্বাহী পরিচালক সুরাইয়া নার্গিস, নিরাপদ সড়ক চাই (নিসচা) মণিরামপুর উপজেলা কমিটির সদস্য সচিব এম.এম হাফিজুর রহমান, সাবেক পৌর কাউন্সিলর পারভীনা আক্তার, উন্নয়ন কর্মী লাভলী খাতুন, ছাত্রদল নেতা জাকারিয়া প্রমুখ।