ডেস্ক রিপোর্ট : নবজীবন ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দিনব্যাপী নবজীবন ইনস্টিটিউট ক্যাম্পাসে এ অনুষ্ঠান হয়। নবজীবন ইনস্টিটিউটের সভাপতি তারেকুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান কবির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান। এছাড়া আরো বক্তব্য রাখেন নবজীবন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন প্রমুখ। এসময় এঞ্জেল থেকে দশম শ্রেণি পর্যন্ত লম্বা দৌড়, বিস্কুট দৌড়, মোরগ লড়াই, লাফ দড়ি, ভারসাম্য দৌড়, মেধা যাচাই ও দীর্ঘ লাফ। অভিভাবকদের জন্য পিলো পাসিং ও চেয়ার সিটিং এবং টিচারদের জন্য বল নিক্ষেপ অনুষ্ঠিত হয়েছে।
তবে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ছিলো শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাজো। এসময় আরো উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শেখ মফিজুর রহমান, সিনিয়র শিক্ষক শেখ বোরহান আলী, সহকারী শিক্ষক কাজি মফিজুল হক, মাহমুদ হোসেন, সুরাইয়া, পলাশ কুমার, শাহানা খাতুন, মোস্তাফিজুর রহমান, অতনু বোস, তুহিনা সুলতানা, প্রিতম দাস, ফাহাদ হোসেন, আরিজুল ইসলাম, শামিমা সুলতানা, আজিজুল ইসলাম, মাসুম বিল্লাল, সাগর হোসেন প্রমুখ।