নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২৬ শে জানুয়ারী) রাত সাড়ে ৮ টায় লাবসা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বিনেরপোতা মহাশ্মশান কমিটির আয়োজনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
বিনেরপোতা মহাশ্মশান কমিটির উপদেষ্টা অজিত কুমার রাজবংশীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু।
লাবসা ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বিনেরপোতা মহাশ্মশান কমিটির সহ- সভাপতি ইউপি সদস্য বিশ্বনাথ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলী, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পী, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি আশরাফুল কবির খোকন, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ১৩ নং লাবসা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রউফ বাবু। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক কমল বিশ্বাস, বিনেরপোতা মহাশ্মশান কমিটির সভাপতি সঞ্জয় বিশ্বাস, সাধারণ সম্পাদক মঙ্গল মন্ডল, ক্যাশিয়ার বৈদ্যনাথ মন্ডল ,সদস্য সুমন সরকারসহ বিনেরপোতা মহাশ্মশান কমিটি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।