শাহ জাহান আলী মিটন : সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়ন জাতীয় পার্টির পক্ষ থেকে সাতক্ষীরা সদর- ২ আসনের সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
শুভেচ্ছা পরবর্তী সময় এমপি আশরাফুজ্জামান আশু বলেন, দীর্ঘদিন সাতক্ষীরার মানুষ অবহেলিত ছিল, যার কারনে মানুষের মনে ক্ষোভসৃষ্টি হয়েছে। সেই আশা আকাঙ্খা পুরনের জন্য সাতক্ষীরার মানুষ আমাকে লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে বিজয় করেছে।
এজন্য সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। সাথে সাথে আমার জাতীয় পার্টির নেতাকর্মীরা অবহেলা ও দূর্দীনের মধ্যে জীবনযাপন করেছে। আজকে বড়ই ভালো লাগছে যে আমার জাতীয় পার্টির নেতৃবৃন্দের মাঝে প্রাণ চঞ্চাল্য ফিরে পেয়েছে। এজন্য সকলকে নিয়ে সাতক্ষীরাকে একটি প্রাণের সাতক্ষীরায় রুপান্তরিত করবো ইনশাআল্লাহ।
শুভেচ্ছাকালিন সময় উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রউফ বাবু, লাবসা ইউপির সাবেক মেম্বার ও যুবনেতা আবু তাহের, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ, ৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মোঃ মতিউর রহমান মধু, ডা. আনোয়ার হোসেন, রবিউল ইসলাম, লাবসা ওয়ার্ড জাতীয় পার্টির নেতা তুষার হোসেন, ব্যবসায়ী আনোয়ার হোসেন সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জাতীয় পার্টির নেতৃবৃন্দ।