শেখ বাদশা, আশাশুনি ব্যুরো : সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী আশাশুনির গরিব, অসহায় ও প্রতিবন্ধী, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শ্রীউলা ইউনিয়নের মারিয়ালা মাধ্যমিক বিদ্যালয়, নাকতারা বাজার ও আশাশুনি সদরের মানিকখালি আদর্শ গ্রামে এবং থানা চত্বরে এ কম্বল বিতরণ করেন তিনি। কম্বল বিতরণ কালে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ মোঃ সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অফ মোঃ আমিনুর রহমান, টিআই প্রশাসন শ্যামল কুমার চৌধুরী, ডি আই অন ইয়াসিন আলম চৌধুরী, আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার এস আই শাহিনুর রহমান সহ থানার অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন। এদিন প্রায় ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।