ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে গলায় ফাঁস দিয়ে আল আমিন সরদার (২০) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছেন। শুক্রবার দিবাগত রাত আনু: ১২ টার দিকে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের মারকা গ্রামে এ ঘটনা ঘটে। আল আমিন সরদার মারকা গ্রামের আরিজুল সরদারের ছেলে।
তিনি নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল ডিগ্রী কলেজের ছাত্র ছিলেন। নিহতের পিতা আরিজুল সরদার জানান, শুক্রবার রাত ১২টার দিকে হঠাৎ আল আমিনের ঘর থেকে শব্দ শুনতে পাই। এসময় তাকে অনেকবার ডেকেও কোনো সাড়া পাচ্ছিলাম না। পরে দরজা ভেঙ্গে ভিতরে যেয়ে আল আমিনকে ঘরের আড়ায় নাইলোন দড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পাশে তার ব্যবহৃত আলনা পড়ে ছিল।
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ সানা বলেন, খবর পেয়ে রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। প্রেমঘঠিত কারণে কলেজছাত্র আল আমিন সরদার আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা ধারণা করছেন।