বিশেষ প্রতিনিধি : কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র নির্বাহী সদস্য জি এম জাহিদুর রহমান জাহিদের পিতা ও মাতার কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারী) সন্ধ্যায় তার নিজ বাসভবন পারুলগাছায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ওয়াজিয়ান মাওঃ সিদ্দিকুর রহমান তরফদার।
দোয়ায় অংশগ্রহন করেন কমিউনিটি পুলিশিং কমিটির কালিগঞ্জ উপজেলার সাবেক সভাপতি ও সাবেক সফল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান (মিজান), বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিশিষ্ট সমাজসেবক ও প্রাক্তন শিক্ষক আলহাজ্ব কওছার আলী গাজী, জাতীয় সাংবাদিক সংস্থার কালিগঞ্জ উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ শাহাদৎ হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক তাপস কুমার ঘোষ, ডাক্তার হামিদুল ইসলাম, ইউপি সদস্য আফসার আলী মোড়ল, শিক্ষক আব্দুল সালাম, শিক্ষক আব্দুল মান্নান, সাবেক প্যানেল চেয়ারম্যান জি এম রফিকুল ইসলামসহ প্রায় তিন শতাধিক ধর্মপ্রাণ মুসুল্লি।