আশাশুনি প্রতিনিধি : হিন্দু ধর্মাবলম্বী শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গড়ে তোলার লক্ষ্যে আশাশুনিতে সনাতন ধর্ম জাগরণী সংঘ এর কার্যালয় উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা বাজারে এ কার্যালয় উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে কার্যালয় উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী লীগ আশাশুনি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সনাতন ধর্ম জাগরণী সংঘের উপদেষ্টা শম্ভুজিৎ মন্ডল। সনাতন ধর্ম জাগরণী সংঘের উপদেষ্টা বাসুদেব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বদরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার মন্ডল, আন্দলপোতা মন্দির ভিত্তিক ক্লাবের সভাপতিনউত্তম কুমার মিস্ত্রি, সহ-সাংগঠনিক সম্পাদক শিক্ষক ভৈরব সরকার, কোষাধাক্ষ প্রশান্ত সরকার, বদরতলা গীতা সংঘের পরিচালক কানাই লাল মৃধা ও ডা. অশোক মল্লিক, নিতাই চন্দ্র স্বর্ণকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শোভনালী ইউনিয়ন শাখার সভাপতি সিনিয়র শিক্ষক ইউপি সদস্য উদয় কান্তি বাছাড় ও সাধারণ সম্পাদক প্রভাষক রবীন্দ্র নাথ সরকার। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং সনাতন ধর্ম জাগরণী সংঘের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগামী ১৬ ফেব্রæয়ারি সনাতন ধর্মীয় শিক্ষার্থী সম্মেলন ২০২৪ উপলক্ষে প্রস্তুতিমূলক বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।