এ এফ এম মাসুদ হাসান : শ্যামনগর সাব-রেজিস্ট্রি অফিস কার্যালয়ে সাব-রেজিস্টার জুবায়ের হোসনের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিস সহকারি ভীম চন্দ্র ঘোষ, বিদায়ী টিসি মোহরার মহাসিন রেজা, শেখ ইকবাল হোসেন, বাবু তাপস কুমার সেন, নকল নবীশ শামসুল হুদা,রামপ্রসাদ মন্ড, বিধানচন্দ্র মন্ডল, সুমন মন্ডল, ইন্দ্রজিৎ মন্ডল, জগদীশ জোয়ারদার, ইব্রাহিম হোসেন সহ আরও নকল নবিশগণ,অফিস সহায়ক সামির খান, হাসান এ সময় আরোও উপস্থিত ছিলেন দলিল লেখকগণের মধ্য এ, এফ, এম মাসুদ হাসান, গাজী কায়েস,শুভাশিষ রায় চৌধুরী, শেখ সালাউদ্দীন, আবুল কালাম মোড়ল,হাজী মাহবুবুর রহমান, আশরাফুল হাসান, সহ আরও দলিল লেখকগন। অনুষ্ঠানে বিদায়ী টিসি মোহরার মহসিন রেজার বিভিন্ন কর্মকাÐের প্রশংসা করে সংক্ষিপ্ত বক্তৃতা দেন উপস্থিত নকল নবিশগণ ও দলিল লেখকগণ। অনুষ্ঠানের সভাপতি শ্যামনগর সাব-রেজিস্টার জনাব জুবায়ের হোসেন। তিনিও বিদায়ী মহসিন রেজা সম্পর্কে প্রশংসা করেন এবং তার সার্বিক মঙ্গল কামনা করে। উপস্থিত সকলকে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান।