পাটকেলঘাটা প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটা বাধন শপিং কমপ্লেক্স অডিটোরিয়ামে গ্রাহকদের উপস্থিতিতে মঙ্গলবার বিকাল ৫টায় লাকী ক‚পন ড্র অনুষ্ঠিত হয়। বাধন শপিং কমপ্লেক্সের সত্বাধিকারী মাহদুর রহমান মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল হাই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তরি সুলতান পুতুল, মাসুদ বিশ্বাস, খগেন্দ্র দেব নাথ। সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবল হোসেন। বছর ব্যাপী গ্রাহকরা একবার ২ হাজার টাকার পন্য ক্রয করলে তিনি লটারী টিকিটের মালিক হবেন। সেই হিসাবে ১৫ হাজার ৪ শ জন গ্রাহকের মধ্যে লটারী ক‚পনের ড্র অনুষ্ঠিত হয়। লটারীর ড্রতে প্রথম পুরস্কার ১২১৭৪ নং টিকিটের মালিক পেয়েছে পালসার মোটর সাইকেল, ২য় পুরস্কার ৫৫৪৬ নং টিকিট ফ্রিজ, ৩য় পুরস্কার ৭৮০১ টেলিভিশ সহ ১০০ টি পুরস্কার প্রদান করা হয়।