মঙ্গলবার , ৩০ জানুয়ারি ২০২৪ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সখিপুর আলিম মাদ্রাসায় সাতক্ষীরা জেলা তথ্য অফিসের নারী সমাবেশ বাস্তবায়ন

প্রতিবেদক
satkhirar sakal
জানুয়ারি ৩০, ২০২৪ ১১:১১ অপরাহ্ণ

জেলা তথ্য অফিস, সাতক্ষীরার আয়োজনে ৩০ জানুয়ারি ২০২৪ মঙ্গলবার সকাল ১০টায় দেবহাটা উপজেলার সখিপুর আলিম মাদ্রাসা হল রুমে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উন্নত রাষ্ট্র ও জাতি গঠন, স্মার্ট বাংলাদেশ ও ভিশন: ২০৪১ বাস্তবায়ন এবং বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ নারী সমাবেশ বাস্তবায়িত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সখিপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ইয়াকুব আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ মুজিবর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করেন, জেলা তথ্য অফিসার, মোঃ জাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার, ফাতেমা জোহরা, বেকার পূনর্বাসন সংস্থার নির্বাহী পরিচালক, সালমা খাতুন। মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় নারী সমাবেশ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সখিপুর আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ সামছুল আরেফ, প্রভাষক মোঃ ওমর ফারুক, সিনিয়র শিক্ষক মোঃ তবিবুর রহামান প্রমুখ।

দেড় শতাধিক নারীর অংশ গ্রহণে উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে করণীয়, ভিশন-২০৪১ বাস্তবায়ন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যহার নিশ্চিত করণ, গুজব, অপ-প্রচার, সাম্প্রদায়িক সম্প্রীতি, বাল্য বিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ, তথ্য অধিকার আইন, পরিবেশ সংরক্ষণ ইত্যাদি বিষয়ে বক্তাগণ বক্তব্য প্রদান করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত