তাপস সরকার, তালা ব্যুরো : সাতক্ষীরার তালায় মোটর সাইকেল-ট্রাকের সংঘষের্ জামিরুল ইসলাম (১৫) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারী) সকাল ১১ টার দিকে আঠারোমাইল-পাইকগাছা সড়কের তালা উপজেলার গোনালী বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শিশু তালা উপজেলার নলতা গ্রামের কামরুল শেখের ছেলে। স্থানীয় সূত্র জানিয়েছে,নিহত জামিরুল সকালে দ্রæত গতিতে মোটর সাইকেলে তালা উপ-শহরে যাচ্ছিলেন। এসময় গোনালী বাজার এলাকায় আসলে বিপরীত মূখী ট্রাকের সাথে সংঘর্ষে জামিরুল ঘটনাস্থলে নিহত হয়।
খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত জামিরুলের পরিবারকে সমাবেদনা জানান। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনূল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।