ইফতেখার আহম্মেদ সভাপতি, তুষার ইমরান সাধারণ সম্পাদক
লিংকন আসলাম, আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার ৯নং আনুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটির অনুমোদন দেওয়া হয়েছে । মঙ্গলবার (৩০জানুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগ আশাশুনি উপজেলা শাখার সভাপতি রাসেল হোসেন ও সাধারণ সম্পাদক মিঠুন হোসেন স্বাক্ষরিত এক পত্রে ইউনিয়ন ছাত্রলীগ কে গতিশীল ও বেগমান করার জন্য আগামী এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে।
উক্ত পত্রে ইফতেখার আহম্মেদ কে সভাপতি,ফারুক হোসেন ও লিটন হোসেন কে সহ-সভাপতি এবং তুষার ইমরান শুভ কে সাধারণ সম্পাদক করে ১১সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠুন হোসেন নিশ্চিত করেছেন।
কমিটির বাকি সদস্যরা হলেন আব্দুল ওহাব, নাঈমুর রহমান নয়ন, শফিকুল গাজী, রিপন হোসেন, শাহারুল গাজী, সামি হোসেন ও গোলাম সরোয়ার। কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বয়ে গেছে।
উক্ত কমিটি ঘোষণা হওয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী, বাংলাদেশ আওয়ামী লীগের আশাশুনি উপজেলার শাখার যুগ্ম-সাধারন সম্পাদক,খাজরা ইউপির বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম ও বাংলাদেশ কৃষক লীগ আশাশুনি উপজেলা শাখার উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শেখ জালাল উদ্দিন অভিনন্দন জানিয়েছেন।