ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই খুবই জোরে সোরে কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনী হাওয়া বইছে। সাতক্ষীরার কালিগঞ্জে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে লড়াই করতে প্রতিদ্ব›দ্বী প্রার্থী হিসেবে তফসিল ঘোষণা হওয়ার আগে ভাগেই নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ নেতা এনামুল হোসেন ছোট ।
বুধবার (৩১ জানুয়ারি) বিকাল থেকে শুরু করে উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে সন্ধ্যায় ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজারে সর্বস্তর সাধারণ মানুষ সকলের কাছে দোয়া আশীর্বাদ ও সমর্থন কামনা করে লিফলেট বিতরণ করেন। কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে প্রথমবারের মতো নির্বাচনের মাঠে নেমেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ০৩ বারের নির্বাচিত বর্তমান উপজেলার ৭ নং তারালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এনামুল হোসেন (ছোট) এ সময় নির্বাচনী প্রচার-প্রচারণার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য শিরুজ্জামান (শিরু) উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহিনুর রহমান শাহীন, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী যুবনেতা মনিরুজ্জামান মুন্না, আব্দুর রহমান, যুবনেতা মহিবুল্লাহ রনি শামীম হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা পলাশ প্রমূখ সহ অসংখ্য আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মী উপস্থিত ছিলেন।