অহিদুজ্জামান, দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।৩১ জানুয়ারী, ২৪ ইং তারিখ বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ ইদ্রিস আলীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। এসময় উপ¯ি’ত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ সেখ মাহমুদ হোসেন, উপজেলা স্বা¯’্য কর্মকর্তা ডাঃ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা যুব উন্নয়ন অফিসার আমিনুর রহমান, বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যব¯’াপক জয়া রানী, তথ্য কর্মকর্তা মৌসুমি সুলতানা, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সদস্যরা। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়।