এন.হুদা, ঝাউডাঙ্গা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া ১নং ওয়ার্ডে কৃষি স¤প্রসারণ অধিদপ্তর কর্তৃক বারি সরিষা-১৪ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।১লা ফেব্রæয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টায় ঝাউডাঙ্গা ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার শারমিন আক্তার ও আফজাল হোসেন এর তত্ত¡াবধনে মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।
এই মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি স¤প্রসারণ কর্মকর্তা প্লাবণী সরকার। প্রধান অতিথি হিসেবে তিনি বলেন, বারি সরিষা-১৪ একটি উন্নত জাতের তেল জাতীয় ফসল। বাংলাদেশের মানুষের চাহিদার শতকারা ২৮ ভাগ তেল দেশে উৎপাদন হয়। বাকিট আমার বিদেশ থেকে আমদানি করে থাকি।
তিনি বলেন এই সরিষা চাষের উদ্দেশ্য আগামী ৩ বছরের মধ্যে আমাদের দেশে তেলের চাহিদা শতকারা ৪০ ভাগে উন্নীত করা। বারি-১৪ সরিষার বৈশিষ্ট সম্পর্কে তিনি বলেন এটির জীবনকাল ৭৫ থেকে ৮০, তেলের পরিমাণ ৪০-৪৪%। এই সরিষা হেক্টর প্রতি ফলন দিয়ে থাকে ১.৪-১.৬ টন।
মাঝারি উঁচু জমি ও দোঁআশ ও বেলে দোআঁশ মাটি এই ফসল আবাদ করার জন্য ভালো।এছাড়া মাঠ দিবস অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১২নং বল্লি ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার আরুফা সুলতানা ও লুসি ফারহানা। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ওয়ারিয়া বøকের কৃষকেরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারী কৃষি অফিসার আফজাল হোসেন।সমগ্র অনুষ্ঠানটি তত্ত¡াবধানে ছিলেন কৃষক রুহুল কুদ্দুস মিলন।