নিজস্ব প্রতিনিধি : দৈনিক পত্রদূত পত্রিকার সাবেক চন্দনপুর (কলারোয়া) প্রতিনিধি হাসান মাসুদ পলাশ (৫৫) আর আমাদের মাঝে বেঁচে নেই। তিনি আজ রবিবার (৪ ফেব্রæয়ারি ২০২৪) দুপুর ১২টার দিকে পরিবার পরিজন আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহীদের শোকের সাগরে ভাসিয়ে চলে গেছেন না ফেরার দেশে।
হাসান মাসুদ পলাশ কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাবেক মেম্বর কলারোয়া প্রেসক্লাবের সহ-সভাপতি। তিনি চিরকুমার ছিলেন। তার বাড়ি কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামে। তিনি দীর্ঘদিন দৈনিক পত্রদূতের চন্দনপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া তিনি বাংলাদেশ কৃষকলীগ কলারোয়া উপজেলা শাখার নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ সময় তিনি ডায়াবেটিসসহ নানা রোগের সাথে যুদ্ধ করে বেলা ১২টার দিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে দৈনিক পত্রদূত পরিবারের পক্ষ থেকে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।