দেবহাটা ব্যুরো : বৈচনা বন্ধু কল্যান সংঘের কমিটি গঠন করা হয়েছে। ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুর রহমানকে সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মাস্টার এনামুল কবির বাবুকে সাধারন সম্পাদক করে বৈচনা বন্ধু কল্যান সংঘের আংশিক কমিটি গঠন করা হয়।
০৩ ফেব্রæয়ারি ২০২৪ শনিবার সন্ধা ৭টায় সদর উপজেলার ভোমরা ইউনিয়ন পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ে ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুর রহমানের সভাপতিত্বে ১৮০জন সদস্যের মধ্যে বার্ষিক সাধারন সভায় উপস্থিত ১৬১জন সদস্যদের সর্ব সম্মতিক্রমে সভাপতি ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, কাজী আব্দুর রশিদ ও মিজানুর রহমান প্রমুখ।