আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ ফেব্রæয়ারী) দুপুরে বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান শিক্ষক আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়পরিচালনা কমিটির সভাপতি ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দিপু। অনুষ্ঠানে ইউপি সদস্য সদস্যা, ম্যানেজিং কমিটির সদস্য ও প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বছর বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে ২১ জন, বাণিজ্য বিভাগ থেকে ১২ জন এবং মানবিক বিভাগ থেকে ৯৭ জন মোট ১৩২ শিক্ষার্থী এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক আবু হাসান।