নিজস্ব প্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দু’দিন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৫ ফেব্রæয়ারি) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম দুলু এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, শিক্ষক প্রতিনিধি এসএম শহীদুল ইসলাম, মোঃ নজিবুল ইসলাম, শামীমা আক্তার, অভিভাবক সদস্য রবিন্দ্র কর্মকার, সহকারী শিক্ষক খালেদা খাতুন, মোঃ হাফিজুল ইসলাম, অরুণ কুমার মন্ডল, গীতা রানী সাহা, আসমাতারা জাহান, ভানুবতী সরকার, দেবব্রত ঘোষ, কনক কুমার ঘোষ, আজহারুল ইসলাম, মৃণাল কুমার বিশ্বাস, হারুন অর রশিদ, ভৈরব চন্দ্র পাল প্রমুখ। প্রথমদিন ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলের শিক্ষার্থীরা চারটি গ্রæপে ১২টি ইভেন্টে অংশগ্রহণ করে।