মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মণিরামপুরে প্রার্থীর ছড়াছড়ি

প্রতিবেদক
satkhirar sakal
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ১২:৩০ পূর্বাহ্ণ

জি এম ফিরোজ উদ্দিন, মণিরামপুর প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদের ডামাডোল শেষ হতে না হতেই দরজায় কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচন কমিশন থেকে চলতি মাসে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে এমন খবরে আগেভাগেই তৎপর হয়ে উঠেছেন মণিরামপুর উপজেলার সম্ভাব্য প্রার্থীরা।

বিশেষ করে ক্ষমতাসীন দলের অভ্যন্তরে সর্বত্রই এখন উপজেলা নির্বাচনের প্রার্থিতা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তবে নির্বাচন থেকে দূরে সরে আছে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। তাদের বিন্দুমাত্র আগ্রহ নেই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে।

খোঁজ নিয়ে জানা যায়, মণিরামপুর উপজেলা ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৫৫ হাজার ৯’শ ৭৩জন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান প্রার্থীর অসংখ্য নাম প্রকাশ পাচ্ছে।

চেয়ারম্যান প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বর্তমান চেয়ারম্যান নাজমা খানম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু ও সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বর্তমানে ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, সাবেক ছাত্রলীগ নেতা স›দ্বীপ ঘোষ ও শ্যামকুড় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ডিএম শরিফুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে বর্তমান ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আমেনা বেগম, বর্তমান সভাপতি আসমাতুন্নাহার, যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক মাজেদা খাতুন, পৌর যুবলীগের সভাপতি সুরাইয়া আক্তার ডেইজী ও পাপিয়া জামান।

এদিকে, নির্বাচনী ডামাডোল বাজার সাথে সাথেই নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পড়েয়েছেন সম্ভাব্য সকল প্রার্থী। তারা দিন-রাত উপজেলাব্যাপী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। করছেন গণসংযোগ। এসকল কার্যক্রমের ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়া হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। কেউ কেউ চালাচ্ছেন মিডিয়া ক্যাম্পেইন। পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জানান দিচ্ছেন আসছে নির্বাচনে তিনি প্রার্থী। অনেকে প্রচার-প্রচারণাকালে ছড়িয়ে দিচ্ছেন হ্যান্ডবিলও। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে সাধারণ মানুষের সাথে কথা হয় এই প্রতিনিধির।

অধিকাংশই বলেছেন, নির্বাচনে যে কেউই প্রতিদ্ব›িদ্বতা করতে পারেন। এটা নাগরিকের মৌলিক অধিকার। তবে, এবারের নির্বাচনে মণিরামপুরের মানুষ আর কোনো অতিথি পাখি বা জনগণ থেকে বিচ্ছিন্ন কোনো মানুষকে নেতা হিসেবে মেনে নেবে না। বিশেষ করে যারা উপজেলার সাধারণ মানুষের সুখ-দুঃখের সময় পাশে খাকেন না, যাদের কাছে যাওয়া যায় না তেমন কোনো মানুষ যদি নির্বাচনে প্রার্থী হতে চান তাহলে তারা জনগণ থেকে প্রত্যাখ্যাত হবেন বলেও মত দিয়েছেন সাধারণ মানুষ।

সম্ভাব্য প্রার্থী কারা জানতে চাইলে বেশি নাম এসেছে বর্তমান চেয়ারম্যান নাজমা খানম, প্রভাষক ফারুক হোসেন এবং আমজাদ হোসেন লাভলু এবং মিকাইল হোসেনের। তারা উপজেলাব্যাপীই বেশ পরিচিত। তারা প্রার্থী হলে নির্বাচন প্রতিদ্ব›িদ্বতাময় হবে বলেও মনে করেন ভোটাররা। অন্যদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে কাজী জলি আক্তার, আমেনা বেগম ও মাজেদা খাতুন প্রার্থী হলে এই পদেও ভোট হবে প্রতিদ্ব›িদ্বতাময়।

বর্তমান চেয়ারম্যান নাজমা খানম বলেন, ‘আমি নৌকার প্রার্থী হয়ে বর্তমানে চেয়ারম্যান আছি। গত নির্বাচনে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম সেসব শতভাগ বাস্তবায়ন করার চেষ্টা করেছি। আগামী দিনে আবারও সুযোগ পেলে এলাকার উন্নয়নে কাজ করে যাবো।’

মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের কাছে নির্বাচন নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন করার প্রত্যাশা করতেই পারি, দলের জন্য আমি ও আমার পরিবার অনেক কিছুই করেছি। আমি আশাবাদী দলীয় নেতকর্মীসহ সাধারণ মানুষের যে সাড়া পাচ্ছি তাতে আমি বিজয়ী হবো।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগরে ওয়ালটন প্লাজা ও মেহেরিমা ডেন্টাল কেয়ারের মধ্যে চুক্তি স্বাক্ষর

নবনিযুক্ত পিপি এ্যাড. আব্দুস সাত্তার কে কালিগঞ্জ উপজেলা জামায়াতের শুভেচ্ছা

কৃষ্ণনগরে সৌদি প্রবাসীর ক্রয়কৃত জমি জবরদখলের চেষ্টার অভিযোগ

ডিবি গার্লস হাইস্কুলে ‘ওমেন আইটি সার্ভিস প্রোভাইডার’ বিষয়ে ৫মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

দেবহাটায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী উদযাপন

তালায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

ঈগল-নৌকা পক্ষপাত করে অহেতুক কেউ সংঘাত সৃষ্টি করবেন না: এমপি ইয়াকুব আলী

সাংবাদিক ইকবাল আলম বাবলু সহ নবনির্বাচিত তিন জনপ্রতিনিধিকে রিপোর্টার্স ক্লাবের অভিনন্দন

পাইকগাছায় ভুর্তকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ

শ্যামনগরে চুনানদীর বেড়ি বাঁধে ফাঁটল আতঙ্কে এলাকাবাসি