ডেস্ক রিপোর্ট : নবজীবন ইনস্টিটিউটের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হয়েছে। সোমবার (৫ ফেব্রæয়ারি) সকাল ১১টায় সাতক্ষীরা নবজীবনের হলরুমে এ অনুষ্ঠান হয়।
নবজীবনের প্রতিষ্ঠাতা শহীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবজীবন ইনস্টিটিউটের সভাপতি তারেকুজ্জামান খান, প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শেখ মফিজুর রহমান, সিনিয়র শিক্ষক শেখ বোরহান আলী, সহকারী শিক্ষক কাজি মফিজুল হক, মাহমুদ হোসেন, সুরাইয়া, পলাশ কুমার, শাহানা খাতুন, মোস্তাফিজুর রহমান, অতনু বোস, তুহিনা সুলতানা, প্রিতম দাস, ফাহাদ হোসেন, আরিজুল ইসলাম, শামিমা সুলতানা, আজিজুল ইসলাম, মাসুম বিল্লাল, সাগর হোসেন প্রমুখ।