জি এম ফিরোজ উদ্দিন, মণিরামপুর প্রতিনিধি : যশোরের স্বেচ্ছাসেবি সংস্থা অরনট এডুকেশন এ্যান্ড গ্রোথ ফাউন্ডেশন (এইজিএফ) ও ঢাকার এইচএমবিডির যৌথ উদোেগে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ (৬ জানুয়ারি) মঙ্গলবার সকালে মণিরামপুর উপজেলার খাকুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০ জন দরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
আজিমুর রোকেয়া রহমান ট্রাষ্ট এর সহযোগিতায় অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবি সংস্থা অরনট এডুকেশন এ্যান্ড গ্রোথ ফাউন্ডেশন (এইজিএফ) এর নির্বাহী পরিচালক প্রভাষক দিপালী রানী বকসী, প্রাইড এর নির্বাহী পরিচালক উজ্জ্বল কুমার বালা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য, যশোরের সিনিয়র সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা, খাকুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব বিশ্বাস, মনোহরপুর কাছারিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার, মনোহরপুর শ্যামনগর কুশখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিয়ারা খাতুন, মনোহরপুর খন্দকারবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা খাতুন, খাকুন্দী মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শেখ আল মামুন প্রমূখ। শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ।
তাদের পাশে দাঁড়ানো সচেতন মানুষ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব।
হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। উল্লিখিত সংস্থার উদ্যোগে এর আগে গতকাল ৫ জানুয়ারি সোমবার সকালে মণিরামপুর উপজেলার কপালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০ জন ও ৩ জানুয়ারি শুক্রবার সকালে যশোর সদর উপজেলার সাড়াপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক দরিদ্র শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।