ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় অবস্থিত অনিবন্ধিত (লাইসেন্সবিহীন) বেসরকারি হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার এবং বøাড ব্যাংকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বরাবর চিঠি দিয়েছেন সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম আলী এই তালিকায় রয়েছেন কালিগঞ্জ উপজেলার নলতা এলাক ায় অবস্থিত অবৈধভাবে পরিচালিত ইউনিক ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, খয়রুন্নেসা ডায়াগনস্টিক সেন্টার, ফ্যামিলি হেলথ কেয়ার সার্ভিস এবং আলোর দিশা জেনারেল হাসপাতাল এন্ড ডিজিটাল ল্যাব বেসরকারি হাসপাতালের নাম উঠে এসেছে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বরাবর পাঠানো গত ২১ জানুয়ারি স্বাঃ/অধিঃ/হাসঃ/লাইসেন্স প্রদান সংক্রান্ত ২০২৩/ ৬৬ স্মারকে জানা গেছে যে সাতক্ষীরা জেলায় অবস্থিত অনিবন্ধিত লাইসেন্স বিহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং বøাড ব্যাংকের তথ্যাদি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরন করা হলো।