দেবহাটা ব্যুরো : সদর উপজেলার আলিপুর আজিজিয়া দাখিল মাদরাসার ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ০৮ ফেব্রæয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় আলিপুর আজিজিয়া দাখিল মাদরাসা মাঠে বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র মাদরাসার সুপার মাওঃ মতিউর রহমান। প্রধান অতিথি ছিলেন, আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও মাদরাসার সভাপতি আলহাজ¦ আব্দুর রউফ।
বিশেষ অতিথি ছিলেন, মাদরাসার বিদ্যোৎসাহী সদস্য আলহাজ¦ মজিবুর রহমান ও প্রাক্তন সুপার আলহাজ¦ আঃ কাদের। এসময় উপস্থিত ছিলেন, অত্র মাদরাসার শিক্ষক, শিক্ষিকা, সকল ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে দোয়া করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, শিক্ষক মাওঃ রবিউল ইসলাম।