নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জলবায়ু প্রভাবিত পরিবারের জন্য নিরাপদ পানি ব্যবস্থাপনা এবং জলবায়ু কর্মের উপর যুব পরামর্শ কর্ম-পরিকল্পনা গ্রহণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ফ্রেব্রæয়ারি) বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ ও সেভ দ্য চিলড্রেন এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উত্তরণের প্রজেক্ট কো-অর্ডিনেটর সাইদুর রহমান, সেভ দ্য চিলড্রেন এর কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, ভিবিডি সাতক্ষীরা’র সভাপতি মো. হোসেন আলী, প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস কেডি, অ্যাক্টিভ সিটিজেন’র ইয়ুথ লিডার গোলাম হোসেন, ইয়ুথনেট সাতক্ষীরা’র শেখ হাবিব প্রমুখ। এসময় জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা উপক‚লের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন যুবারা, পরে যুবাদের পরামর্শ নিয়ে বিভিন্ন কর্ম-পরিকল্পনা গ্রহণ করা হয়।