শনিবার , ১০ ফেব্রুয়ারি ২০২৪ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপনে মতবিনিময়

প্রতিবেদক
satkhirar sakal
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ১১:১৩ অপরাহ্ণ

শেখ মোসলেম আহম্মেদ, কলারোয়া : আগামি ১৩ এপ্রিল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজের ৫০ বছরপূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হবে।

১৯৬৯ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এই কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মহা মিলনমেলার অনুষ্ঠিতব্য ওই অনুষ্ঠানের ঐতিহাসিক ও অনন্য করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জানানো হয়- দিনব্যাপী সুবর্ণজয়ন্তীর ওই অনুষ্ঠানে পরস্পরের সাথে মিলন মেলায় মিলিত হওয়ার পাশাপাশি অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে টি-শার্ট, ক্যাপ, ব্যাগ, মগ, সুভিনিউরসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হতে পারে। নাস্তার পাশাপাশি দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা থাকবে।

সকাল থেকে নানান অনুষ্ঠানমালার আয়োজনে মুখর থাকবে সরকারি কলেজের অনুষ্ঠান চত্বর। সন্ধ্যায় সংস্কৃতিক অনুষ্ঠানে দেশে-বিদেশি নামকরা শিল্পীরা অংশ নিতে পারেন।

এছাড়াও অন্যান্য ব্যতিক্রমধর্মী ও উৎসবমুখর আয়োজন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে আয়োজক কমিটি। যেটা দেশের যেকোন প্রথম শ্রেণীর অনুষ্ঠানের সমতুল্য হিসেবে পরিকল্পনা নেয়া হচ্ছে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য অনলাইন ও অফলাইন রেজিস্ট্রেশন চলছে। আগামি ১৫ ফেব্রæয়ারী রেজিস্ট্রেশন কার্যক্রমের শেষ তারিখ। সুতরাং দেশে-বিদেশে যে যেখানে, যে অবস্থায় আছেন, কলারোয়া সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ১৫ ফেব্রæয়ারির মধ্যে নির্ধারিত ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আহবান জানানো হয়।

শনিবার (১০ ফেব্রæয়ারি) বেলা ১১টায় কলারোয়া সরকারি কলেজের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে শিক্ষকদের সাথে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর এসএম আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীত পরিবেশনার পর স্বাগত বক্তব্য রাখেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব ও ব্র্যাক ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী আছাদুজ্জামান চান্দু।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো.আবু নসর, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আব্দুল মজিদ, অবসরপ্রাপ্ত প্রফেসর মো. নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রফেসর আবু বক্কর সিদ্দীক। এছাড়াও উপস্থিত থেকে মতামত ও পরামর্শ প্রদান করেন মো. বাবলু, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, কাজিরহাট কলেজের অধ্যক্ষ এসএম শহিদুল আলম,সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ৯১ ব্যাচের সহকারী অধ্যাপক কে এম আনিছুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির নেতা মোস্তফা বাকী বিল্লাহ শাহী, শেখ আমানুল্লাহ কলেজের উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, ৯৭ ব্যাচের মোস্তাফিজুর রহমান, ৮৯ ব্যাচের আবু সাঈদ, ৯১ ব্যাচের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক ভিপি রফিকুল ইসলাম, জাকির মাহমুদ, উজ্জ্বল কুমার, শাহ আলম প্রমুখ।

অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন ও ডা. মো. হাবিবুর রহমান। সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব কাজী আছাদুজ্জামান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, সিজিএম আসাদুজ্জামান মিলন, মো. আজহারুল ইসলাম, সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা মো. আসাদুজ্জামাম আসাদ প্রমুখ প্রাক্তন শিক্ষার্থী এই মতবিনিময় সভায় ঢাকা থেকে এসে অংশ নেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা জেলা পরিদর্শন করলেন খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম

কালিগঞ্জে শিমু-রেজা এমপি কলেজে এডহক কমিটিতে বহিরাগত সভাপতি অন্তর্ভুক্ত প্রতিবাদে মানববন্ধন

আশাশুনি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা

শ্যামনগরে বিজয়া দশমীতে গৃহবধূকে পিটিয়ে সোনার গহনা, টাকা ও মোবাইল ছিনতাই

কালিগঞ্জে সাংবাদিক ফোরামের কমিটি গঠন

শেখ হাসিনা সরকার দরিদ্র অসহায় ও অসুস্থ মানুষের কথা ভুলে যায়নি: প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য

ঘোনা ইউপি ও ইউনিয়ন আ.লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

মনিরামপুরে এবার ৯৯টি মন্ডপে হবে শারদীয় দুর্গাপূজা

নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউট এ এসেট প্রকল্পের আওতায় তিন দিন মেয়াদী (আর পি এল) প্রশিক্ষণের মূল্যায়ন

শ্যামনগর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে কালিগঞ্জ প্রেসক্লাবের অভিনন্দন