বাবলা আহমেদ, বিশেষ প্রতিনিধি : শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নে এম আর ইংলিশ কেয়ার কোচিং সেন্টারের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। কোচিং সেন্টারের পরিচালক মোঃ মতিউর রহমান এর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরনগর মহিলা দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মোঃ সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ আব্দুস সাত্তার, মোঃ আব্দুর রহিম, আব্দুর রহমান, মোঃ আব্দুল হালিম, জয়ন্ত কুমার, আব্দুল আলিম, আমেনা খাতুন প্রমূখ। কোচিং সেন্টারটি দীর্ঘদিন ধরে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। কোচিং সেন্টারের পরিচালক মোঃ মতিউর রহমান বলেন গ্রামে গরিব মেধাবী শিক্ষার্থীদের এখানে বিনামূল্যে পড়ানো হয়। প্রতি বছরই এই কোচিং সেন্টার থেকে শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করছে। আমি একজন শিক্ষক, সকল ছাত্র-ছাত্রীদের মাঝে জ্ঞানের দ্বীপ প্রজ্জ্বলিত করাই আমার কাজ। দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় অনুষ্ঠানের সমাপ্তি হয়।