শনিবার , ১০ ফেব্রুয়ারি ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নারী প্রার্থীসহ প্রচারণায় নয় জন

প্রতিবেদক
satkhirar sakal
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ১০:৪১ অপরাহ্ণ

যশোর প্রতিনিধি : যশোর সদরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নয় প্রার্থী ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন প্রচার প্রচারণায়। নিয়মিত ভাবেই তারা যশোর সদরের বিভিন্ন স্থানে নির্বাচনি প্রস্তুতি হিসাবে নিজেদেরকে প্রচার প্রচারণায় রেখেছেন ব্যস্ত। চুলচেরা বিশ্লেষণ চলছে। যশোর সদর উপজেলা নির্বাচনে নয় জন প্রার্থীর মধ্যে কয়েকজন বেশ জোরেসরেই মাঠে নেমেছেন প্রচার-প্রচারণের জন্য।

যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে নয় জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। প্রচার প্রচারণায় অংশ নেওয়া এসব প্রার্থীর মধ্যে রয়েছে ,যশোর সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান, আওলীগ নেতা মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, ভাইস চেয়ারম্যান জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার রহমান দিপু, যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম জুয়েল ও সদর উপজেলা যুব মহিলা লীগের আহŸবায়ক ফাতেমা আনোয়ার।

সাধারণ মানুষের ধারণা শেষমেষ প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকবেন মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, আনোয়ার হোসেন বিপুল, মোহিত কুমার নাথ, তৌহিদ চাকলাদার ফন্টু ও ও একমাত্র নারী প্রার্থী ফাতেমা আনোয়ার। আগামী মে মাস থেকে উপজেলা নির্বাচন শুরু হবে। ইসি কার্যালয়ের প্রেসব্রিফিংয়ের মাধ্যমে জানানো হয়েছে চারধাপে উপজেলা পরিষদের ভোট গ্রহণ হবে।

৪ মে প্রথম ধাপ, ১১ মে দ্বিতীয় ধাপ, ১৮ মে তৃতীয় ও ২৫ মে চতুর্থ ধাপে ৪৯৫ টি উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। স্থানীয় কোন নির্বাচনে সংসদ সদস্যরা প্রচার-প্রচারণায় বা সরাসরি কোন প্রার্থীর পক্ষে বা বিপক্ষে মাঠে নামতে পারেন না। তবে, এবার আওয়ামী লীগের সিদ্ধান্ত হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় কোন প্রার্থী থাকবে না।

আওয়ামী লীগের নেতারা উন্মুক্তভাবে নির্বাচনে অংশ নিতে পারবেন। কোন বিধি-নিষেধ থাকবে না। এছাড়ও আওয়ামী লীগের জেলা পর্যায়ের সভাপতি-সাধারণ সম্পাদকের মনোনীত কোন প্রার্থী থাকবে না। সভাপতি-সাধারণ সম্পাদক কোন প্রার্থীর পক্ষে-বিপক্ষে প্রচার-প্রচারণায় অংশও নিতে পারবেন না।

নির্বাচনের বিষয়ে মোহিত কুমার নাথ বলেন, ‘সন্ত্রাস, মাদকমুক্ত সদর উপজেলা গড়াই আমার মূল লক্ষ্য। উপজেলাবাসীর পাশে দীর্ঘদিন ধরে আছি। তাদের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই’। আনোয়ার হোসেন বিপুল বলেন, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার সারথি হতে চাই। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য শেখ হাসিনা নিরালসভাবে পরিশ্রম করে যাচ্ছেন।

বঙ্গবন্ধুর স্বপ্নকে তিনি বাস্তবায়িত করতে চান। শেখ হাসিনার সেই কর্মযজ্ঞে অংশ নিয়ে সদর উপজেলাকে স্মার্ট, উন্নত, সমৃদ্ধ ও মডেল বানাতে চাই। তৃনমূলে আমার নিবিড় বিচারণ রয়েছে। আশা করি সদর উপজেলাবাসী সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। তৃণমুল নেতৃবৃন্দসহ সকল আওয়ামী রাজনীতিবিদ আমার সাথেই আছেন।

এবার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে যশোর সদরের সকল মানুষের সেবা করতে চাইছি, আশা করি উপজেলাবাসী আমার সাথে থাকবেন। প্রচারণায় একমাত্র নারী প্রার্থী ফাতেমা আনোয়ার বলেন, সদর উপজেলাবাসীর জনসেবা করতে চাই সেই লক্ষ্যে চেয়ারম্যান প্রার্থী হচ্ছি। নির্বাচিত হলে সদর উপজেলা হবে স্মার্ট, নারীর ক্ষমতায়ন, গতিশীল উপজেলা। নারীরা অর্থনৈতিক মুক্তি পাবে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগর বনশ্রী শিক্ষা নিকেতনে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা

সফল উদ্যোক্তা হতে চায় তাসফিয়া পারভীন

তালায় জাতীয় মহিলা সংস্থা উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কলারোয়া উপজেলা শাখার মতবিনিময় সভা

তালায় ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

তালায় জালালপুরে জনসচেতনতা মূলক সভা

শোভনালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ

কালিগঞ্জে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

উন্নয়নের মাধ্যমে সদর উপজেলাকে ঢেলে সাজাতে চাই: মশিউর রহমান বাবু

কালিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা