নিজস্ব প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি শিকার উপক‚লবাসীর জন্য আন্তর্জাতিক বীমার দাবি জানিয়েছে সাতক্ষীরার জলবায়ু বিষয়ক স্বেচ্ছাসেবী ও সাতক্ষীরার বিশিষ্ট নাগরিকরা। মঙ্গলবার (১৩ ফেব্রæয়ারী) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মাল্টি এক্টর প্লাটফর্ম-ম্যাপের সভায় এই দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বেসরকারি উন্নয়ন সংগঠন অ্যাওসেডের প্রকল্প ব্যবস্থাপক হেলেন খাতুন।
আলোচনা করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, সাতক্ষীরা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিনি, স্বদেশের পরিচালক মাধব দত্ত, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি শরীফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল টোয়েন্টিফোরের সাতক্ষীরা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, সুজনের সাধারণ সম্পাদক প্রভাষক হেদায়েতুল ইসলাম, নারীনেত্রী মির্জা সুলতানা, এনজিও সংগঠক দুলাল চন্দ্র দাস, নাজমুল হোসেন সুমন বিশ্বাস প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ড. দিলারা বেগমকে আহবায়ক ও শরীফুল্লাহ কায়সার সুমনকে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট ম্যাপের সাতক্ষীরা জেলা কমিটি গঠন করা হয়।