নিজস্ব প্রতিনিধি : পৌরসভার উন্নয়নে পৌরসভার কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ বিভন্ন সরকারি দপ্তরের কর্মকর্তদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাতক্ষীরা সদর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু।
পৌর পরিষদের আয়োজনে বুধবার (১৪ ফেব্রæয়ারি) বেলা ১২টায় পৌর মেয়রের কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রধান অতিথি নবনির্বাচিত এমপি আশরাফুজ্জামান আশুকে ফুল দিয়ে বরণ করেন পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দীনসহ পৌর পরিষদের সদস্যরা। পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দীনের সঞ্চালনায় মতবিনিময় সভায়
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, পানি উন্নয়ন বোর্ড-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ আল মুয়িজুর রহমান, পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা ১-এর সদর শাখার উপ-সহকারী প্রকৌলী মাহবুবুর রহমান, পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. জাকারিয়া রেদৌস, উপ-সহকারী প্রকৌশলী অনি দাশ, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মফিজুর রহমান, পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর,কাউন্সিলর শফিকুল আলম বাবু, কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী প্রমুখ। এসময় পৌরসভার কাউন্সিলরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।